শনির চাঁদেই মিলল দ্বিতীয় পৃথিবীর খোঁজ ।

শনির চাঁদেই মিলল দ্বিতীয় পৃথিবীর খোঁজ ।

দৈনিক সংবাদ অনলাইনঃ   সৌরজগতের এক স্বতন্ত্র গ্রহ হল পৃথিবী । মহাবিশ্বে তার জুড়ি মেলা ভার । এমন আর একটি গ্রহের হদিশ মিলছে না মহাবিশ্বে । তবে সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীদের দাবি , এই সৌরজগতের মধ্যেই লুকিয়ে রয়েছে ‘ দ্বিতীয় পৃথিবী ' । আকর্ষণীয় সেই গ্রহের সন্ধান মিলেছে সাম্প্রতিক এক গবেষণায় । তা নিয়ে জোর চর্চা চলছে মহাকাশপ্রেমীদের মধ্যে । দুরে নয় । কাছেই রয়েছে ' আর্থ ২.০ ' । পৃথিবীর বাইরে আরও একটা পৃথিবী এতদিন এই সৌরজগতেই লুকিয়ে ছিল । ' ঘর হতে শুধু দুই পা ফেলিয়া ’ সেই দ্বিতীয় পৃথিবীকে এর আগে সেভাবে ‘ কালটিভেট ' করা হয়নি । শনি ৮২ টি চাঁদ দ্বারা বেষ্ঠিত । শনি গ্রহের সিস্টেমটি নিজেই একটি ছোট সৌরজগতের মতো । শনির এই ৮২ টি চাঁদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল টাইটান । এই টাইটানকে দেখতে প্রায় পৃথিবীর মতো । স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ভূতত্ত্ববিদ ম্যাথু লাপোত্রে সম্প্রতি এমনই দাবি করেছেন । সূর্যের ষষ্ঠ গ্রহ , শনির বৃহত্তম চাঁদ'ই হতে পারে বহু কাঙ্খিত সেই দ্বিতীয় পৃথিবী ’ । জ্যোতির্বিজ্ঞানের জগতে শনির চাঁদের পরিচিত টাইটান নামে । সে শনির ৮২ টি উপগ্রহের মধ্যে সবচেয়ে বড় । তার ‘ প্রোফাইল'ও বেশ নজরকাড়া নতুন গবেষণায় শনির চাঁদের পৃষ্ঠে প্রাকৃতিক দৃশ্যের উপস্থিতি পেয়েছেন বিজ্ঞানীরা । কিন্তু কেন বিজ্ঞানীরা টাইটানকে দ্বিতীয় পৃথিবী বলছেন ? কারণ একাধিক । সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল পরিবেশ এবং পৃষ্ঠতলের গঠনের মিল । শনি গ্রহের বৃহত্তম চাঁদ হল টাইটান । এই টাইটানে রয়েছে নদী , হ্রদ এবং সাগর । ভরা বৃষ্টি আর ঘন বায়ুমণ্ডলের প্রকাশও পর্যবেক্ষণ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা । এই হ্রদগুলি পৃথিবীর থেকে ভিন্ন উপাদানে ভরা । আছে মিথেন আর নাইট্রোজেনে ভরা বায়ুমণ্ডল । এতেই শেষ নয় । টাইটানে রয়েছে হাইড্রোকার্বনের উপস্থিতিও । উপগ্রহটির পৃষ্ঠতলের গঠনগত উপাদান পৃথিবীর তুলনায় অনেকটাই আলাদা । আরও স্পষ্ট করে বললে , আপাত দুর্বল এবং ক্ষুদ্র প্রকৃতির । “ জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স ' নামক জার্নালে ল্যাপোত্রের নেতৃত্বে গবেষকদের একটি দল তথ্য প্রকাশ করেছে যে , কীভাবে টাইটানের স্বতন্ত্র টিলা , সমভূমি এবং গোলকধাঁধা ভূখণ্ড গঠিত হতে পারে । দলটি জানিয়েছেন , এই গঠনগত উপাদান দিয়েই টাইটানে গড়ে উঠেছে ছোট ছোট টিলার মতো ভূমিরূপ , অনেকটা বালিয়াড়ির মতো । পৃথিবীর বুকে মরুভূমিতে যা আকছার দেখা যায় । স্ট্যানফোর্ডস স্কুল অব আর্থ , এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস - এর সহকারী অধ্যাপক সমিত দ্য ল্যাপোজের বর্ণনায় পৃথিবীর বালিয়াড়িগুলি তৈরি হয়েছে সিলিকেট যৌগ দিয়ে । কিন্তু টাইটানের টিলাগুলি গড়ে উঠেছে জৈব কম্পাউন্ডে ভর করে । এগুলি যত দ্রুত গড়ে উঠতে পারে , তত দ্রুত ক্ষয়ও হয়ে যায় । কারণ বাতাসের ‘ অবঘর্ষ ' প্রক্রিয়া । বিজ্ঞানীরা জানিয়েছেন , তাদের গবেষণা অনুযায়ী পৃথিবীর সঙ্গে টাইটানের অনেক মিল যেমন রয়েছে , তেমনই অমিলও প্রচুর । আর তাই এটিকে পৃথিবীর বাইরে আরও এক পৃথিবী বলতে কুণ্ঠা নেই । যদিও এই বিশ্লেষণ মানতে নারাজ এমপি বিড়লা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ অ্যান্ড এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের প্রাক্তন অধিকর্তা , ড . দেবীপ্রসাদ দুয়ারি । তার কথায় ‘ টাইটানে জল থাকলেও থাকতে পারে । হাইড্রোকার্বনের সংখ্যাও বেশি থাকতে পারে । কিন্তু তা বলে পৃথিবীর মতো আবহাওয়া , গাছপালা প্রভৃতিও থাকবে— তা একেবারেই নয় । সেই রাসায়নিক গঠন নেই । কিন্তু আমার মতে , মূল বিষয়টি আরও , আরও গবেষণা সাপেক্ষ ।

সম্পরকিত খবর