হুর সাথে সম্মুখসমরে ভারত ।

হুর সাথে সম্মুখসমরে ভারত ।

দৈনিক সংবাদ অনলাইনঃ   কোভিডে মৃত্যু নিয়ে এবার কেন্দ্রীয় সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে দ্বৈরথ শুরু হয়েছে । বিশ্ব স্বাস্থ্য সম্প্রতি এক রিপোর্ট পেশ করে জানিয়েছে ভারতে কোভিডে মৃত্যু হয়েছে অন্তত ৪.৭ মিলিয়ন ( ৪৭ লক্ষ ) মানুষের । যদিও কেন্দ্রীয় সরকার তা মানতে নারাজ । কেন্দ্রীয় সরকারের মতে , সরকারী তথ্যের থেকে দশগুণ বেশি মৃত্যু দেখিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । যার সাথে বাস্তবের কোনও মিল নেই । ভারত এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে । সেন্ট্রাল কাউন্সিল অব  হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ( সিসিএইচএফডব্লু ) এর বৈঠকে    হুর রিপোর্ট নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে । হু’র রিপোর্টে বলা হয়েছে , দেশে ( ভারতে ) কোভিডে মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ মানুষের । গোটা বিশ্ব মৃত্যুর নিরিখে যা তৃতীয় । দক্ষিণ পূর্ব এশিয়া , ইউরোপ , আমেরিকার পর ভারতের স্থান । ভারত অবশ্য হু’র এই রিপোর্টে বিস্ময় প্রকাশ করেছে । বিষয়টি নিয়ে ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলি সহ অন্যান্য ফোরামে তুলতে চলেছে ভারত । এদিকে , হুর হিসাবে ভারতে যে মৃত্যু হয়েছে কোভিডে এ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী । কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন , বিজ্ঞান কখনও মিথ্যা হতে পারে না । যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে থাকেন । এদিনও রাহুল গান্ধী দাবি করেন , যারা কোভিডে মারা গেছেন তাদের পরিবার পরিজনদের যেন সরকার আর্থিক সাহায্য প্রদান করে । এদিন এক টুইট বার্তায় রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন , ৪৭ লক্ষ মানুষ কোভিডের জেরে প্রাণ খুইয়েছেন । অথচ সরকার বলছে , মাত্র ৪.৮ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন । কিন্তু বিজ্ঞান কখনও মিথ্যা হতে পারে না । মিথ্যা হতে পারেন নরেন্দ্র মোদি । রাহুল দাবি করেন , কোভিডে যেসমস্ত মানুষের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে শ্রদ্ধা জানান । তাদের পরিবারকে এককালীন ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হোক সরকারী তরফে । এদিকে , হু এই দাবি করলেও কেন্দ্রীয় সরকার একে ডাহা মিথ্যা বলে অভিহিত করেছে । বৃহস্পতিবার থেকে সিসিএইচএফডব্লুর যে কনফারেন্স শুরু হয়েছে তাতে পৌরোহিত্য করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া । এছাড়া বেশকটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা উপস্থিত রয়েছেন । এদিকে , গত ২৪ ঘণ্টায় , দেশে ৩,৫৪৫ জন কোভিডে আক্রান্ত হয়েছেন । মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন । এ পর্যন্ত অ্যাক্টিভ কোভিড আক্রান্ত দাঁড়িয়েছে ১৯,৬৮৮ জন । সব মিলিয়ে দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫,২৪,০০২ জন । সরকারী তথ্যে এই পরিসংখ্যান জানানো হয়েছে । বর্তমানে কোভিডে সুস্থতার হার দেশে দাঁড়িয়েছে ৯৮.৭৪ % । মোট অ্যাক্টিভ কেসের হার মোট আক্রান্তের মাত্র .০৫ % । অন্যদিকে , বিজেপি অভিযোগ করেছে , কোভিডের মৃত্যুর সংখ্যা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজনীতি করছেন । বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র এদিন অভিযোগ করেন , ২০১৪ সাল থেকেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইমেজ খারাপ করতে উঠেপড়ে লেগেছেন ।

সম্পরকিত খবর