রান্নার গ্যাস মহার্ঘ, নাজেহাল দেশ

রান্নার গ্যাস মহার্ঘ, নাজেহাল দেশ

দৈনিক সংবাদ অনলাইনঃ  ফের জ্বালানি নিয়ে কেন্দ্র রাহুল বাগযুদ্ধ শুরু হলো । শনিবার জ্বালানি অর্থাৎ রান্নার গ্যাসের দাম সিলিণ্ডার পিছু ৫০ টাকা বাড়ার পর আক্রমণের ধার আরও তেজি করলেন রাহুল । রাহুল গান্ধী এদিন অভিযোগ করেন লক্ষ লক্ষ দেশবাসী রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে নাজেহাল । সরকার নীরব দর্শক । কোনও ভূমিকাই নেই । মানুষ মূল্যবৃদ্ধির ঠ্যালায় একেবারে অতিষ্ঠ । একই সাথে বেকারত্বের যন্ত্রণায়ও অস্থির । উল্লেখ্য , রান্নার গ্যাসের দাম একলাফে শনিবার বৃদ্ধি পেয়েছে সিলিণ্ডার পিছু পঞ্চাশ টাকা । যা গত ছয় সপ্তাহের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার বৃদ্ধি পেলো । এর ফলে ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম দিল্লীতে ৯৯৯.৫০ টাকা দাঁড়িয়েছে । আগে যা ছিল ৯৪৯.৫০ টাকা ।এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার ফের কেন্দ্রকে কাঠগড়ায় তোলে বলেছেন , ইউপিএ জমানায় এলপিজি সিলিণ্ডারের দাম ছিল ৪১৪ টাকা । এই সময় ভর্তুকি প্রতি সিলিণ্ডারে ছিল ৮২৭ টাকা । রাহুল এদিন অভিযোগ করেন , আজ সিলিণ্ডারের দাম রয়েছে ৯৯৯ টাকা । অথচ ভর্তুকি এখন শূন্য । রাহুলের অভিযোগ , নরেন্দ্র মোদি সরকার মানুষের সমস্ত সামাজিক নিরাপত্তাকে তুলে দিতে চাইছে । কংগ্রেস সাধারণ মানুষের জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো । লক্ষ লক্ষ মানুষ আজকের দিনে দাঁড়িয়ে মুদ্রাস্ফীতির জাঁতাকলে পড়ে জর্জরিত । এক ফেসবুক পোস্টে রাহুল গান্ধী বলেন , একদিকে মুদ্রাস্ফীতি অন্যদিকে অত্যন্ত দুর্বল প্রশাসনের শিকার দেশবাসী অন্যদিকে বেকারত্বের যন্ত্রণায়ও দেশবাসী জর্জরিত । কংগ্রেস আমলে এ জিনিস ছিলো না । কংগ্রেস সব সময় গরিব , পিছিয়ে পড়াদের কল্যাণে কাজ করে গেছে । রাহুলের ফেসবুক পোস্টের হ্যাশট্যাগ ছিল মেহেঙ্গাই মুক্ত ভারত এবং বিজেপি ফেইলস ইণ্ডিয়া । এদিন পঞ্চাশ টাকা সিলিণ্ডার পিছু রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কংগ্রেস দাবি করেছে মোদি সরকার গত আট বছরে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম এ পর্যন্ত বাঁড়িয়েছে ৫৮৫ টাকা এবং ভর্তুকি প্রথা তারা তুলে দিয়েছে । কংগ্রেসের প্রধান প্রবক্তা রণদীপ সুরজেওয়ালা এদিন বলেন , বিজেপি ধনী , মানুষ দিশাহারা । বিজেপি আমলে ভর্তুকিযুক্ত সিলিণ্ডারের দাম প্রায় দুই থেকে আড়াই গুণ বেড়েছে । বর্তমানে রান্নার গ্যাসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে । এদিন কংগ্রেস মুখপাত্র সুরজেওয়ালা অবিলম্বে রান্নার গ্যাসের দাম ইউপিএ আমলের দামের মাত্রা করার দাবি জানান । উল্লেখ , দেশে সর্বশেষ রান্নার গ্যাসের দাম বেড়েছিলো গত ২২ মার্চ । ২০২১ সালের এপ্রিল মাস থেকে সিলিণ্ডারের দাম বেড়েছে এ অবধি ১৯০ টাকা । অন্যদিকে , বাণিজ্যিক সিলিণ্ডারের দাম গত ১ লা মে বাড়ানো হয়েছিলো ১০২.৫০ টাকা । বর্তমানে বাণিজ্যিক সিলিণ্ডারের দাম দাঁড়িয়েছে ২৩৫৫.৫০ টাকা ।

সম্পরকিত খবর