প্রথম দিনেই চালকের সিটে ওয়েস্ট জোন

প্রথম দিনেই চালকের সিটে ওয়েস্ট জোন

দৈনিক সংবাদ অনলাইনঃ  ওপেনার দীপঙ্কর ভাটনগরের একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরির ( ৮১ ) ইনিংসে ভর দিয়ে দু’দিনের ফাইনাল ম্যাচের প্রথম দিনেই নর্থ জোনের বিরুদ্ধে চালকের আসনে বসে গেলো ওয়েস্ট জোন । সে সাথে অনূর্ধ্ব ১৪ - এর পর এবার রাজ্য ১৫ ক্রিকেটে ট্রফি জয়ের স্বপ্ন দেখাও শুরু করলো ওয়েস্ট জোন । রাজ্যভিত্তিক অনুর্ধ্ব ১৫ ক্রিকেটের দুদিনের ফাইনাল ম্যাচটি আজ থেকে এমবিবি স্টেডিয়ামে শুরু হয়েছে স্বাগতিক ওয়েস্ট জোন বনাম নর্থ জোনের মধ্যে । দুদিনের খেলায় আজ প্রথম দিনের রবিবাসরীয় ম্যাচে ওয়েস্ট জোন তাদের প্রথম ইনিংস ২০৭ রানে শেষ করে । এর জবাবে নর্থ জোন স্কোরবোর্ডে ৮৬ রান তুলে নিলেও তারা হারিয়ে ফেলে পাঁচ - পাঁচজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে । আগামীকাল ম্যাচের দ্বিতীয় তথা শেষদিন । এখনও নর্থ জোন ১৩৯ রানে পিছিয়ে রয়েছে । হাতে বাকি পাঁচ উইকেট । এই ম্যাচের সরাসরি ফয়সালা হবে কি হবে না তা সময়ই বলবে । তবে আগামীকাল সকালের প্রথম সেশনটাই এই ম্যাচের ভাগ্য যে নির্ধারণ করবে এটা কিন্তু ঠিক । আগামীকাল দু'দলের লক্ষ্য থাকবে একটাই । তা হলো প্রথম ইনিংসে লিড নেওয়া । এদিক থেকে কিন্তু পাল্লা ভারি ওয়েস্ট জোনেরই । কারণ প্রতিপক্ষের প্রথম সারির পাঁচজন ব্যাটসম্যানকে তারা প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছে । বাকি পাঁচ উইকেট তোলার জন্য ওয়েস্ট জোনের আকাশ রায় , রাকেশ রুদ্রপাল , রিয়াদ হোসেনরা কিন্তু মুখিয়েই আছে । তবে ইনিংসের লিড এই ম্যাচের ভাগ্য নির্ধারিত করবে তা কিন্তু সম্পূর্ণ ঠিক । এখন নর্থ জোনের বাকি উপরই তাদের সবকিছু নির্ভর করছে । তবে এটাও ঠিক আজ কিন্তু এমবিবির বাইশ গজে মোট পনেরোখানা উইকেটের পতন হয়েছে । এক দীপঙ্কর ভাটনগর ছাড়া বাকিরা তেমন একটা আত্মবিশ্বাসী ব্যাটিং করতে পারেনি । অবশ্য ওয়েস্টের  অর্কজিৎ পাল , আয়ুষ দেবনাথরা দীপঙ্করকে যোগ্য সঙ্গ দিয়ে গেছে ক্রিজে । এর আগে রবিবার সকালে ওয়েস্ট জোন টস জিতে প্রথম ব্যাট নেয় । আয়ুষ দেবনাথ ও দীপঙ্কর ভাটনগর ইনিংস শুরু করে । এরা ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করে । আয়ুষ ৩০ ( ৫৫ ) আউট হলে দেবাংশু দত্তকে ( ১২ ) নিয়ে দীপঙ্কর স্কোর ৯৬/২ টেনে তুলে । দেবাংশু ফেরত এলে দীপঙ্কর - অর্কজিৎ পাল জুটি স্কোর ৯৬/২ থেকে ১৬২ রানে টেনে তুলে । অর্কজিৎ ৫৫ মিনিট উইকেটে থেকে ২৮ রান করে । চারটি চার ছিল তার ইনিংসে । জুটিতে যোগ হয় ৬৬ রান । এদিকে , দীপঙ্কর তখন ধীরে ধীরে তার শতরানের দিকে এগোচ্ছে । কিন্তু ব্যক্তিগত ৮১ রানের মাথায় অভিকের বলে আউট হতেই স্বপ্ন ভাঙে শতরানের । ১৬০ মিনিট উইকেটে থেকে ৮১ রান করতে দীপঙ্কর ১১২ টি বল খেলে । নয়টি চার মারে । দীপঙ্কর দলীয় ১৬৪/৪ রানে আউট হতেই উইকেটের পতন বেড়ে যায় ওয়েস্টের । বেদব্রত ভট্টাচার্য ১৭ ছাড়া বাকিরা আর কেউ তেমন রান করতে পারেনি । ২০৭ - এ থেমে যায় প্রথম ইনিংস । ৫৮ ওভার খেলে । নর্থ জোনের পক্ষে অভিক পাল ( ১৩-২-৪৩-৩ ) , রেজাউল ইসলাম ( ৬-১-২২-২ ) ছাড়াও একটি করে উইকেট পায় সৌভিক চক্রবর্তী ও অনিক দাস । ওয়েস্টের ২০৭ রানের জবাবে নর্থ জোন খেলতে নেমেই হোঁচট খায় । নয় রান তোলার ফাঁকে দুই উইকেট সৌভিক চক্রবর্তী ( ০ ) ও রিয়াজুল ইসলামকে ( ০ ) হারিয়ে ফেলে । অনিক দাস ( ১৮ ) ও স্বাগতা চন্দ ( ১৮ ) দৃঢ়তায় স্কোর ৪৩/৩ হয় । অনিক দাস ( ১৯ ) আউট হয় দলীয় ৪৯/৪ । অভিক ( ১০ ) আউট হয় ৬১/৫ । এ জায়গা থেকে ফিডে রহমান ( ৪ ) ও কার্তিক পাল ( ৬ ) মিলে স্কোর ৬৮/৫ টেনে তুললে দিনের খেলা শেষ হয়ে যায় । ত্রিশ ওভার খেলে নর্থ জোন । অকজিৎ পাল ( ৬ ৪-২-২ ) , রাকেশ রুদ্রপাল ( ৮-৩-১২-২ ) ও রিয়াদ হোসেন ( ৬-১-২৫-১ ) উইকেট পায় ।

সম্পরকিত খবর