ঋণ শোধ করুনঃ সোনিয়া

ঋণ শোধ করুনঃ সোনিয়া

দৈনিক সংবাদ অনলাইনঃ  কংগ্রেস হাইকমান্ড পাল্টে নিচ্ছে অবস্থান । কোনও  হবে , দলের মনোবলকে ধাক্কা দেওয়া যাবে এসব আর বরদাস্ত করা হবে না । সোনিয়া গান্ধী কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই বার্তা দিলেন অত্যন্ত স্পষ্ট ভাষায় । আগামী ১৩ মে থেকে রাজস্থানের উদয়পুরে শুরু হতে চলেছে কংগ্রেসের চিন্তন শিবির । তার প্রাক্কালে আজ দিল্লীর এআইসিসিতে ডাকা হয়েছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক । সেই বৈঠকে সোনিয়া গান্ধী বুঝিয়ে দিলেন আগামী দিনে কোনওরকম বিদ্রোহ হলে সেটা নিয়ে দ্বিধান্বিত সিদ্ধান্ত হবে না। সরাসরি কঠোর ও স্পষ্ট পদক্ষেপই হবে । দলের মধ্যে থেকে যদি দলের উন্নতির জন্য কোনও প্রস্তাব , পরামর্শ , সুপারিশ এবং পরিকল্পনা থাকে , সেটা দলের অন্দরে থাকা নানাবিধ প্ল্যাটফর্ম  ও কমিটির কাছেই দেওয়া সঙ্গত । মিডিয়ার কাছে প্রকাশ করে, লোকদেখানো চিঠি দিয়ে কিংবা শুধুই বিষয়টিকে নিয়ে উত্তেজনা তৈরির উদ্দেশ্য নিয়ে দলের উন্নতি চাওয়ার দাবি করা যায় না । সোনিয়া গান্ধীর আজকের তীব্র ভাষণের লক্ষ্য ছিল কংগ্রেসের অন্দরে থাকা জি ২৩ গোষ্ঠীভুক্ত নেতারাই । অর্থাৎ যে ২৩ জন নেতা চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধীকে । সেই চিঠি আবার মিডিয়ার কাছেও পৌঁছে দেওয়া হয়েছিল । ফলে সামগ্রিকভাবে কংগ্রেসের কোনও লাভ হয়নি । বরং অস্বস্তি বেড়েছে এবং বিরুদ্ধ আলোচনা ও ব্যঙ্গ করার সুযোগই তুলে দেওয়া হয়েছে বিজেপির হাতে । 
এরকমই কংগ্রেস ওয়ার্কিং কমিটির ধারণা । তাই নাম না করলেও সোনিয়া গান্ধী বলে দিলেন কংগ্রেস যাদের জন্য এতকাল ধরে অনেক পদক্ষেপ নিয়েছে কিংবা যাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করা হয়েছে রাজনৈতিক উপহার দিয়ে , এবার তাদের কংগ্রেসকে সেই অবদান ফেরত দিতে হবে । সেটাই কাম্য । আত্মসমালোচনা ভালো । কিন্তু সেটা দলের বাইরে গিয়ে প্রকাশ্যে চর্চা করার বিষয় নয় । এতে শেষ বিচারে দলই দুর্বল হয় । তাই চিন্তন শিবিরকে সামনে রেখে দলের শীর্ষ নেতৃত্ব ও ওয়ার্কিং কমিটির সদস্য ও অন্য প্রদেশ নেতৃত্বকেও দায়িত্ব নিতে হবে যাতে এবার দলকে চাঙ্গা করার জন্যই কাজ করা হবে । সোনিয়া গান্ধী বলেছেন , দেশকে একসূত্রে রাখার কাজটি একমাত্র কংগ্রেস করে এসেছে । আর কংগ্রেসই পারবে । তাই শত অপবাদ সত্ত্বেও এখনও কংগ্রেসের উপরই মানুষের বিশ্বাস আছে যে , কংগ্রেস পারে দেশের অখণ্ডতা ও ঐক্য রক্ষা করতে । চিন্তন শিবির যেন তিনদিনের একটি পর্যটন সভা না হয় । এই কঠোর বার্তা দিয়েছেন সোনিয়া । এই শিবিরের পর গোটা দেশের কংগ্রেস কর্মীরা যেন তাদের প্রিয় দলকে নতুন রূপে আবিষ্কার করতে পারে । এটাই কাম্য । সোনিয়া গান্ধী বলেছেন , যে কমিটিগুলি নির্মাণ করা হয়েছে , সেই কমিটির কাছেই প্রস্তাব সুপারিশ আপত্তি ইত্যাদি জমা দিতে হবে । বাইরে কোনও কিছুই বলা যাবে না । প্রসঙ্গত এবার চিন্তন শিবিরে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকা নিয়ে আলোচনা করা হবে জানা যাচ্ছে । গান্ধী পরিবারের বাইরে কাউকে দলের সর্বোচ্চ পদে বসানো দরকার কিনা সেটাও রাখা হবে অ্যাজেন্ডায় ।

সম্পরকিত খবর