খুদেদের ক্রিকেট, দ্বিমুকুট জয় ওয়েস্ট জোনের

খুদেদের ক্রিকেট, দ্বিমুকুট জয় ওয়েস্ট জোনের

দৈনিক সংবাদ অনলাইনঃ  অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টের পর অনূর্ধ্ব ১৪ । খুদেদের রাজ্যভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে মরশুমে দ্বিমুকুট জয়ের অনন্য গৌরব অর্জন করলো ওয়েস্ট জোন দল । রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনাল আজ ওয়েস্ট জোন নর্থ জোনের বিরুদ্ধে ১০৮ রানের জয় পায় । সেই সঙ্গে চ্যাম্পিয়নের শিরোপাও । রানার্স ট্রফি নিয়েই ঘরে ফিরছে নর্থ জোনের অঙ্কিত পালবাহিনী । অবশ্য এমবিবি স্টেডিয়ামে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৫ –এর ফাইনাল ম্যাচ জেতার পথটা গতকালই অনেকটা মসৃণ হয়ে গিয়েছিল দীপঙ্কর ভাটনাগরদের ওয়েস্ট জোনের । ওয়েস্ট জোনের প্রথম ইনিংসে ২০৮ - এর জবাবে নর্থ জোনের প্রথম ইনিংস ৬৮/৫ হওয়ার পরই এই ম্যাচের ভাগ্যলিখন হয়ে গিয়েছিল । আজও ওয়েস্ট জোনের বোলারদের সামনে নর্থ জোনের ব্যাটসম্যানরা তেমন আত্মবিশ্বাসী ব্যাটিং করতে পারেনি। ওয়েস্ট জোনের প্রথম ইনিংসের ২০৮এর জবাবে নর্থ জোনের প্রথম ইনিংস ৬৮/৫ হওয়ার পরই এই ম্যচের ভাগ্যলিখন হয়ে গিয়েছিল।  আজও ওয়েস্ট  জোনের  বোলারদের সামনে নর্থ জোনের ব্যটসম্যনরা তেমন আত্মবিশ্বাসী ব্যটিং করতে পারেনি। ওয়েস্ট জোনের প্রথম ইনিংসের ২০৮ রানের জবাবে আজ নর্থ জোন তাদের গতকালের অসমাপ্ত  প্রথম ইনিংস  ৬৮/৫ থেকে ১০০ রানই তুলতে পারে । ১০৮ রানের লিড নেয় ওয়েস্ট জোন । পরে দ্বিতীয় দফায় ব্যাট করে ওয়েস্ট জোন ৯৭/৫ তুলে ইনিংস ডিক্লেয়ার করে । নর্থ জোনের সামনে ২০৬ রানের টার্গেট ছুঁড়ে দেয় ওয়েস্ট । জবাবে নর্থ জোন ২৯ ওভার খেলতেই ৯৬ রানে অল আউট হয়ে যায় । ১০৮ রানে জয় পায় ওয়েস্ট জোন । সেই সাথে চ্যাম্পিয়নশিপও । খেলাশেষে টিসিএর তরফে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় । এর আগে নর্থ জোন ৬৮/৫ নিয়ে তাদের অসমাপ্ত প্রথম ইনিংস শুরু করে । এদিন ৫০.২ ওভার খেলে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানেই লুটিয়ে পড়ে নর্থের প্রথম ইনিংস।  বোলিংয়ে রাজেশ রুদ্রপাল ( ৮.৫-১-৩১-৫ ) ও রিয়াদ হুসেন ( ৬-৩-৪-২ ) । ১০৮ রানের লিড নিয়ে ওয়েস্ট জোন দ্বিতীয় ইনিংস শুরু করে । আয়ুশ দেবনাথ ৩২ , রাকেশ রুদ্রপাল ২১ , ও বেদব্রত ভট্টাচার্যর অপরাজিত ২০ সুবাদে ৯৭/৫ তুললে ইনিংসে ডিক্লেয়ার করে দেয় ওয়েস্ট জোন । ম্যাচ জেতার জন্য নর্থ জোনের সামনে ২০৮ রানে । টার্গেট ছুঁড়ে দেয় । . জবাবে নর্থ জোন ২৯ ওভার খেলে ৯৬ রান তুলতে সক্ষম হয় । অভীক পাল ১৮ , সৌভিক চক্রবর্তী ১১ , ফিদা হুসেন ১০ ও বিজয় শীল ১৭ রান করে । ১০৮ রানের জয় পায় ওয়েস্ট জোন । উল্লেখ্য রাসুদেব দত্ত ও নয়নমণি দেববর্মার কোচিং - এ রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে ওয়েস্ট জোন সাউথ জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল । আজ সুজিত দে ও অনুপম দে - র কোচিং এ ওয়েস্ট জোন অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে রাজ্যসেরা হলো ।

সম্পরকিত খবর