ছয় মাস পর উন্মুক্ত বদ্রিনাথের দর্শন।

ছয় মাস পর উন্মুক্ত বদ্রিনাথের দর্শন।

দৈনিক সংবাদ অনলাইনঃ  দীর্ঘ ছয় মাস পরে খুলে দেওয়া হলো উত্তরাখণ্ডের বদ্রিনাথ মন্দিরের দুয়ার। রবিবার ভোর ৬:১৫ মিঃ নাগাদ বেশ ধুমধাম করে  মন্দিরের প্রধান পুরোহিত মন্দিরের দরজা খুলে দেন। রবিবার প্রায় ১০ হাজারেরও বেশি ভক্ত উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের এই পবিত্র স্থানে।সকল নিয়ম মেনেই পুজোপাঠের আয়োজন করা হয়েছিল। প্রতি বছরই ছয় মাসের জন্য বন্ধ থাকে এই মন্দির।মূলত হিমালয় অঞ্চলের আবহাওয়ার উপর নির্ভর করেই এই মন্দির প্রতি বছর কেবল ছয় মাসের জন্যই খোলা থাকে।আগামী অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকবে মন্দির। এখন বরফ কমেছে। মনোরম আবহাওয়া। শুরু হচ্ছে ভক্তদের আনাগোনা। 
তবে গত দু’বছরের তুলনায় এই বছর বদ্রিনাথে যাওয়ার নিয়মের কিছু রদবদল ঘটেছে। 
আগামী ৪৫ দিনের জন্য প্রতিদিন মোট ১৫০০০ তীর্থযাত্রীকে বদ্রীনাথে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। তবে এবার এই চার ধাম দর্শন করতে গেলে প্রয়োজন পড়বে না করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বা টিকাকরণের শংসাপত্র। রবিবার গোচা মন্দিরটিকে খুব সুন্দর করে সাজিয়ে তুলা হয়েছিল।বিগত বছরের নভেম্বর মাস থেকে বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা।

সম্পরকিত খবর