গত অর্থ বছরের ১৫ লক্ষ টাকা খরচের হিসাব পাস

গত অর্থ বছরের ১৫ লক্ষ টাকা খরচের হিসাব পাস

দৈনিক সংবাদ অনলাইনঃ  গত ২০২১-২২ অর্থ বছরে রাজ্যের ফুটবলের খাতে প্রায় পনেরো লক্ষ টাকা খরচের হিসাব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ফিনান্স কমিটির বৈঠকে সর্ব সম্মতিক্রমে পাস হলো । পাশাপাশি সামনে মহিলা লীগ ও নকআউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স দলের প্রাইজমানি বাড়ানোর ব্যাপারে প্রস্তাব আনলো ফিন্যান্স কমিটি । আগে মহিলা লীগ ও নকআউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স দলের যে প্রাইজমানি পাঁচ হাজার এবং তিন হাজার টাকা ছিল তা বাড়িয়ে এখন যথাক্রমে পনেরো হাজার এবং দশ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে ফিনান্স কমিটির তরফে । এই প্রস্তাব বার্ষিক সাধারণ সভায় পেশ করা হবে । সেখানেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে । রবিবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান প্রনব সরকার , সচিব শংকর প্রসাদ দত্ত , টিএফএ সচিব অমিত চৌধুরী , যুগ্ম সচিব পার্থ সারথী গুপ্ত সহ অনেকেই উপস্থিত ছিলেন । বৈঠক শেষে টিএফএর সচিব জানান গত ২০২১-২২ অর্থ বছরে ফুটবলের খাতে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে । যা নিয়ে আজ ফিন্যান্স কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে । পরে তা সর্ব সম্মতিক্রমে পাস হয়েছে । তিনি আরও জানান , ব্যাঙ্কে স্থায়ী আমানত হিসাবে রয়েছে ১৯ লক্ষ ১৫ হাজার টাকা । এছাড়া ব্যাঙ্কে সঞ্চয়কৃত অর্থের পরিমাণ ৭ লক্ষ ২৮ হাজার ২৬১ টাকা ২০ পয়সা । তাছাড়া , নগদ অর্থের পরিমাণ ৩৬ হাজার ১৫২ টাকা । বৈঠকে মহিলা লীগ ও নকআউট ফুটবলের প্রাইজমানি বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয়েছে । যেখানে অনেকেরই বক্তব্য যে মহিলা লীগ ও নকআউটে যে প্রাইজমানি দেওয়া হয়ে থাকে তার পরিমাণ খুবই কম । ফলে এই বিষয়টিকে মাথায় রেখে প্রাইজমানি বাড়ানোর ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে । এদিকে , ফিন্যান্স কমিটির বৈঠকে ঠিক হয়েছে যে কোষাধ্যক্ষ তিন হাজার টাকা পর্যন্ত এমনিতেই বিভিন্ন খাতে ব্যয় বা দিতে পারবেন । তার উপর হলে গভর্নিং বড়ির অনুমোদন লাগবে । এছাড়াও যে কোনও সাব কমিটি টুর্নামেন্ট বা যে কোনও খাতে অর্থ খরচ করলে তার পনেরো দিনের মধ্যেই এডজাস্টমেন্ট রিপোর্ট অর্থাৎ হিসাব জমা দিতে হবে । এদিকে , চলতি মাসেই খুব সম্ভবত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে পারে । তবে সবটা বিষয় নির্ভর করছে টিএফএর সভাপতির উপর । বিকেল সাড়ে তিনটায় বৈঠক শুরু হয় । যা ঘন্টা খানেক সময় ধরে চলে । এদিকে , আসন্ন ঘরোয়া ফুটবল মরশুমকে সামনে রেখে দলবদলের মধ্যে দিয়ে ক্লাব দলগুলো নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে । তবে উমাকান্ত মাঠ সমস্যার কারণে এবারও অসময়ে রাজ্যে ফুটবল মরশুম শুরু করতে যাচ্ছে রাজ্য ফুটবল সংস্থা । আসন্ন ঘরোয়া ক্লাব লীগ ফুটবল আসরকে সামনে রেখে আগামী কুড়ি ত্রিশ মে দল বদল পর্ব হচ্ছে । একত্রিশ মে প্ররত্যাহার । দলবদল শুরু হবার আগেই এবার লীগের বিভিন্ন ক্লাব দল ও বিভিন্ন ইউনিটগুলোর প্রতিনিধিদের সঙ্গে টুর্নামেন্টের বিভিন্ন নিয়ম কানুন ও লীগ রুলসের বিষয়গুলো নিয়ে বৈঠক সেরে নিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ও তার লীগ কমিটি । এখন থেকে ‘ সি ’ ডিভিশন লীগে অনূর্ধ্ব সতেরো বয়স গ্রুপে দুইজন , ‘ বি ’ ডিভিশন লীগে অনূর্ধ্ব উনিশ বয়স গ্রুপে দুইজন , ‘ এ ’ ডিভশন লীগে অনূর্ধ্ব একুশ বয়স গ্রুপে একজন ফুটবলার খেলতে পারবে বলে সিদ্ধান্ত হয়েছে । ৩১-১২-২০২২ সাল এই সময়ের মধ্যে । কোনও টিম যদি এন্ট্রি নিয়ে খেলায় অংশগ্রহণ করার পর মাঝপথে টিম তুলে নেয় তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে । পাশাপাশি দশ হাজার টাকার বদলে ফাইন হিসাবে তাদের কুড়ি হাজার টাকা দিতে হবে । সবার সিআরএস বাধ্যতামূলক করা হয়েছে প্রত্যেক টিম চব্বিশ জন ফুটবলারদের নামে রেজিস্ট্রেশন করতে পারবে । মাঠে থাকবে আঠারো জন । মহিলা লীগ , ‘ সি ’ , ‘ বি ’ ডিভিশনে লীগের খেলা সিঙ্গেল লীগ ভিত্তিতে হবে । ‘ এ ’ ডিভিশন ক্লাব লীগ আগের মতোই লীগ কাম সুপার লীগ ভিত্তিতে হবে । রেফারিদের রিফ্রেসার কোর্সের আয়োজন করবে রাজ্য সংস্থা । মাঠে কোনও ক্লাব দলের কর্মকর্তা যদি রেফারির সিদ্ধান্ত না মানে তবে পুলিশ ডাকতে পারবেন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিরা ।

সম্পরকিত খবর