- Editor
- 17:38 09/May/2022
- 2 মিনিট সময় লাগবে পড়তে

দৈনিক সংবাদ অনলাইনঃ সমুদ্র স্নানে নেমে একই সাথে সমুদ্রের উত্তাল ঢেউ-এ তলিয়ে গেলো তরুণ-তরুণী।ঘটনা পশ্চিম বাংলার মন্দারমণী সমুদ্র সৈকতে। জানাগেছে, রবিবার দুপুরে কলকাতা থেকে মন্দারমণি আসেন তাঁরা। হোটেলে গিয়ে প্রথমে খাওয়াদাওয়া সেরে বিকেলে সমুদ্রস্নানে নামে।সেসময় সমুদ্র বেশ উত্তাল ছিল। অনেকটা জায়গা এগিয়ে যেতেই হাবুডুবু খেতে শুরু করে দু-জনেই। সমুদ্র তীরে উপস্থিত অন্য পর্যটকরা দেখতে পেয়ে চেঁচামেচি শুরু করেন। তখনই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকারী দল।কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর রবিবার রাতে তরুন-তরুণীর মৃত দেহ উদ্ধার করা হয়।
মৃত তরুণের নাম সরিম সারফোরোজ, (২৩) বালিগঞ্জের সিক্স সার্কাস রেঞ্জ এলাকার বাসিন্দা। মৃত তরুণী ঝাড়খণ্ডের বাসিন্দা সৃষ্টি গুপ্তা(২২)
তারা দু-জন একই কলেজে পড়তেন। পোস্টমর্টেম করার পরে আজ দুপুরে তাঁদের মৃতদেহ তুলে দেয়া হয় পরিবারের হাতে।