অ্যাথলেটিক্স, হকি, ফুটবল গ্রাউন্ড; কেন্দ্রীয় বরাদ্দ সাড়ে ১৭ কোটি

অ্যাথলেটিক্স, হকি, ফুটবল গ্রাউন্ড; কেন্দ্রীয় বরাদ্দ সাড়ে ১৭ কোটি

দৈনিক সংবাদ অনলাইনঃ  রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের দাবি মেনে রাজ্যে আরও নয়া তিনটি প্রোজেক্টের অনুমোদন দিল এবার কেন্দ্র । পানিসাগরের আরসিপিই কলেজে সিন্থেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক , জম্পুইজলাতে অ্যাস্টো টার্ফ ফুটবল গ্রাউণ্ড এবং বাধারঘাটে সিন্থেটিক হকি গ্রাউণ্ড নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র । আর এই তিনটি পরিকাঠামো নির্মাণের জন্য মোট ১৭ কোটি ৫০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হচ্ছে । এর মধ্যে পানিসাগরের আরসিপিই কলেজ সিন্থেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণের জন্য সাত কোটি টাকা , জম্পুইজলাতে অ্যাস্টো টার্ফ ফুটবল গ্রাউণ্ডের জন্য পাঁচ কোটি টাকা এবং বাধারঘাটে সিন্থেটিক হকি গ্রাউণ্ড নির্মাণের জন্য সাড়ে পাঁচ কোটি টাকা অনুদান দিচ্ছে কেন্দ্ৰ । ক্রীড়া দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে । সম্প্রতি রাজ্যের খেলাধুলার পরিকাঠামো সহ সার্বিক উন্নয়নের বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে দিল্লীতে গিয়ে দেখা করেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী সহ ক্রীড়া দপ্তরের তিন অফিসার । সেখানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে বেশ কিছু নতুন প্রোজেক্টের জন্য দাবি জানানো হয় । এর মধ্যে পানিসাগরের আরসিপিই কলেজে সিন্থেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক , জম্পুইজলাতে অ্যাস্টো টার্ফ ফুটবল গ্রাউণ্ড এবং বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে সিন্থেটিক হকি গ্রাউণ্ড এই তিনটি প্রোজেক্টকে অনুমোদন দিয়েছে । এদিকে , কেন্দ্রের খেলো ইণ্ডিয়া প্রকল্পে রাজ্যের আটটি জেলার একটি করে মাল্টিপারপাস ইণ্ডোর স্পোর্টস হল নির্মাণের বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে ক্রীড়া দপ্তরের তরফে । রাজ্যের আট জেলার প্রস্তাবিত মাল্টিপারপাস ইণ্ডোর স্পোর্টস হলের জন্য জায়গা চিহ্নিত করে সেই রিপোর্ট পাঠানো হয়েছে । প্রতিটি ইণ্ডোর স্পোর্টস হল নির্মাণের জন্য সাড়ে চার কোটি টাকা ব্যয় বরাদ্দ চাওয়া হয়েছে । ক্রীড়া দপ্তর আশা করছে , হয়তো একসাথে সবক'টি স্পোর্টস ইণ্ডোর হল নির্মাণের জন্য অনুমোদন না মিললেও এর মধ্যে চলতি বছরে কমপক্ষে কয়েকটির অনুমোদন পাওয়া যেতে পারে । রাজ্যের আট জেলাতে যে সব জায়গার সেই ক্রীড়া পরিকাঠামো নির্মাণের জন্য বাছাই করা হয়েছে তা হলো পশ্চিম জেলার জিরানীয়া মহকুমার রাণীরবাজার এমসি , সিপাহিজলা জেলাতে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন কমপ্লেক্স গ্রাউণ্ড , গোমতী জেলার উদয়পুরের ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স , খোয়াই জেলার অফিসটিলা স্কুল কমপ্লেক্স , ধলাই জেলার কমলপুরের ওল্ড ফায়ার ব্রিজ অফিস কমপ্লেক্স , ঊনকোটি জেলার কুমারঘাটের ফটিকরায় স্কুল কমপ্লেক্স , উত্তর ত্রিপুরা ধর্মনগরের চন্দ্রপুরে এবং দক্ষিণ জেলার শান্তিরবাজার গার্লস স্কুল কমপ্লেক্স । এছাড়াও কেন্দ্রের কাছে আরও একাধিক প্রোজেক্ট পাঠানো হয়েছে ক্রীড়া দপ্তরের তরফে ।

সম্পরকিত খবর