জিবির মেডিসিন বিভাগে টাকা চুরি

জিবির মেডিসিন বিভাগে টাকা চুরি

দৈনিক সংবাদ অনলাইনঃ  বিগত কদিন  আগে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত আইজিএম হাসপাতাল থেকে এক সদ্যোজাতের মা সকলের চোখে ফাঁকি দিয়ে অনায়াসে গা ঢাকা দিয়েছিলেন। এবার মঙ্গলবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপির মেডিসিন বিভাগে চিকিৎসারত এক রোগিণীর সাথে থাকা তার ছেলের পকেট থেকে অনায়াসেই ষোল হাজার টাকা গায়েব করে দিল চোরের দল । অথচ রাজ্যের ব্যস্ততম হাসপাতাল দুটির নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারী নিরাপত্তারক্ষীদের ভূমিকা শূন্য । ফলে বারবার তাদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলছে হাসপাতালে চিকিৎসার জন্য আসা মানুষ । উল্লেখ্য , গত বৃহস্পতিবার মেলাঘরের বাসিন্দা অপর্ণা আচার্যকে শারীরিক অসুস্থতার কারণে জিবিপি হাসপাতালে ভর্তি করানো হয় । মায়ের চিকিৎসার জন্য তার ছেলে অরিন্দম আচার্য মেলাঘর পোস্ট অফিসে সঞ্চয়িত ১৬ হাজার টাকা তুলে সোমবার জিবিপি হাসপাতালে আসেন । সোমবার সারারাত জিবিপির মেডিসিন বিভাগে মায়ের সাথে রাত কাটিয়ে মঙ্গলবার ভোরে মায়ের পাশেই ঘুমিয়ে পড়ে সে । তাতেই বাধে বিপত্তি । সকালে ঘুম ভাঙার পর পকেটে হাত দিতেই সে দেখে তার পকেটে  থাকা ১৬ হাজার টাকা উধাও । সঙ্গে সঙ্গে আশপাশে খোঁজাখুঁজির পরেহাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের অরিন্দম আচার্য বিষয়টি জানান । নিরাপত্তারক্ষীরা সে বিষয়ে তেমন কোনও আশানুরূপ ভূমিকা নেননি বলে অভিযোগ । এই মর্মে মঙ্গলবার সকালে জিবি পুলিশ ফাঁড়িতে একটি চুরির অভিযোগ দায়ের করেছে সে । হতদরিদ্র পরিবারের অরিন্দম আচার্য এখন মায়ের চিকিৎসার জন্য টাকার চরম সঙ্কটে পড়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারী নিরাপত্তারক্ষীদের কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠাটাই স্বাভাবিক । কেননা , জিবিপি হাসপাতাল চত্বরের সম্মুখে রোগীদের সাথে দেখা করার জন্য নির্দিষ্ট সময়সূচির ডিসপ্লে বোর্ড লাগানো থাকলেও আদতে রোগীর সাথে আসা ব্যক্তিদের হাসপাতালে আসা যাওয়ার বিষয়ে হাসপাতালে থাকা নিরাপত্তারক্ষীদের কোনও সজাগ দৃষ্টি নেই । ফলে যার যখন ইচ্ছে তখন হাসপাতালে অনায়াসেই আসা - যাওয়া করছেন । এক রোগীর সাথে অগণিত লোকজন হাসপাতালেই থাকছেন । অর্থাৎ নিয়মশৃঙ্খলা শুধু ডিসপ্লেতেই ঝুলছে । আর নিরাপত্তারক্ষীরাও তাদের মতো করে দায়িত্ব এড়িয়ে চলছেন । মঙ্গলবার মেডিসিন বিভাগের ভেতর থেকে টাকা চুরির ঘটনা নিরাপত্তারক্ষীদের দায়িত্বে অবহেলার চিত্র পরিষ্কার করে দিল । সকলের অভিমত , হাসপাতালের নিরাপত্তায় গৃহীত আইনশৃঙ্খলা প্রণয়নে হাসপাতাল কর্তৃপক্ষ যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।

সম্পরকিত খবর