লাগামহীন নিত্যপণ্যের বাজার ।

লাগামহীন নিত্যপণ্যের বাজার ।

দৈনিক সংবাদ অনলাইনঃ  বাজারে চাল , আলু , ভোজ্যতেল , ডাল , প্রশাসন উদাসীনতা চিনি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব কিছু জিনিসের মূল্য নিত্যদিন কেবল লাগামহীনভাবে বেড়েই চলেছে । বাজারে আগুন মূল্যবৃদ্ধির কোপে পড়ে গরিব ও সাধারণ উপার্জনশীল মানুষ দিশাহারা হয়ে পড়েছেন । ক্রয়ক্ষমতা হারিয়ে এমনই বলছেন তারা । মূল্যবৃদ্ধির চাপে নিম্ন মধ্যবিত্তদেরও নাভিশ্বাস উঠেছে । বাজারে বাজারে যে ভাবে অবাধে লাফিয়ে লাফিয়ে লাগামছাড়া মূল্যবৃদ্ধি ঘটছে তাতে আমজনতা শুধু ক্ষুব্ধই নয় , আরও আশঙ্কায় ভুগছেন কোথায় গিয়ে মূল্যবৃদ্ধি দাঁড়াচ্ছে । বাজারে সব জিনিসেরই লাগামছাড়া মূল্যবৃদ্ধি হলেও মানুষের আয় ও শ্রমিক কর্মচারীর বেতনভাতা সেই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে না বলেও ক্রেতা সাধারণের অভিযোগ । ফলে সংসার প্রতিপালনে হাতে ব্যাগ নিয়ে নিত্য বাজারে গিয়ে । আগুন মূল্য শুনে আঁতকে উঠছেন ক্রেতা সাধারণ । তারপর পকেট ফাঁকা করে যে যতটুকু পারছেন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে করে বাড়িতে নিয়ে আসছেন । বিস্ময় ও পরিতাপের বিষয় হলো বাজারে নিত্যপ্রয়োজনীয় সহ সকল জিনিসের মূল্য লাগামহীনভাবে অবাধে বেড়ে চললেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে না রাজ্য সরকার , না প্রশাসন , না খাদ্য দপ্তর – কারোর যেন কোনও দায় কর্তব্য কিছুই নেই । রাজ্য সরকারের প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলির উদাসীনতা ও নীরবতায় বাজারে একাংশ অসাধু ব্যবসায়ী নানা অজুহাত খাড়া করে যথেচ্ছ মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে বলেও ক্রেতা সাধারণের অভিযোগ । পেট্রোপণ্য , গ্যাসের মূল্য যথেচ্ছ বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়েছে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির এলাকার উপর বলে আগরতলা পুর নিগম বাজার ব্যবসায়ীরা এই যুক্তি খাড়া করেছে । আগরতলার খুচরো বাজারগুলিতে গত ৭ দিনে আলুর মূল্য প্রতিকিলোতে একলাফে ১০ টাকা থেকে ১২ টাকা বৃদ্ধি পেয়েছে । ৭ দিন আগেও বাজারে জ্যোতি আলুর খুচরো মূল্য প্রতিকিলো ২০-২২ টাকায় বিক্রি হতো । কিন্তু আজ শনিবার সন্ধ্যায় আগরতলা পুর নিগম এলাকার বাজারগুলিতে প্রতিকিলো জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩০ টাকা থেকে ৩২ টাকায় । ক্রেতা যদি আলুতে হাত দিয়ে বেছে বেছে একটু বড় আলু নেন তাহলে ৩৫ টাঁকায়ও এ দিন সন্ধ্যায় কোনও কোনও বাজারে আলু বিক্রি হয়েছে । খোদ রাজধানী আগরতলায় আচমকা আলুর মূল্য বাজারে এক লাফে ৭ দিনের মধ্যে কিলোতে ১০ টাকা থেকে ১২ টাকা বৃদ্ধি পাওয়ায় আলু হাত পুড়ছে । মহারাজগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ীদের দাবি আগরতলায় পশ্চিমবঙ্গের ধূপগুড়ি থেকে আলু আসে ৷ সেখানে উৎসমূলে আলুর মূল্যবৃদ্ধি ঘটেছে ।তাই আগরতলার বাজারে এখন আলুর এই মূল্যবৃদ্ধি বলে পাইকারি আলু ব্যবসায়ীদের দাবি ।  শনিবার প্রতি কিলো জ্যোতি আলু পাইকারিতে ২২ টাকায় বিক্রি হয়েছে । বাজারে শুধু আলুর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে তাই নয় , খুচরোতে ভোজ্যতেলের মূল্যও গত ১৫ দিনের আরও অনেকটা বৃদ্ধি পেয়েছে । ফরচুন প্রতি লিটারে ৭ টাকা থেকে ৯ টাকা বৃদ্ধি পেয়েছে । রিফাইণ্ড তেলেও এই সময়ের মধ্যে প্রতি লিটারে ৮-১০ টাকা বৃদ্ধি পেয়েছে । ইঞ্জিন তেলে বেড়েছে ১৫ দিনের মধ্যে ৯ টাকা । বাজারে চিনির মূল্য ১৫ দিনে প্রতি কিলোতে খুচরো ৩-৪ টাকা বৃদ্ধি পেয়েছে । চালের মূল্যও অনেকটা বেড়েছে । দিল্লী থেকে আসা বাসমতি চাল প্রতি কিলোতে ১৫ দিনে খুচরো মূল্য ৪-৫ টাকা বৃদ্ধি পেয়েছে । বাজারে ডালের মূল্যও বৃদ্ধি পেয়েছে । বাজারে শাক- সবজি , মাছ , মাংস সবার সব কিছুর মূল্যই লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে । এদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য তালিকাও কোনও দোকানে এখন আর ব্যবসায়ীরা ক্রেতার সুবিধার জন্য টাঙিয়ে রাখেন না । তাতেও ক্রেতারা ক্ষুব্ধ । এদিকে , খাদ্য দপ্তরের অধিকর্তা তপন দাস শনিবার সন্ধ্যায় জানান , বাজারমূল্য যাচাই করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে টাস্ক ফোর্স উপযুক্ত ব্যবস্থা নেবে ।

সম্পরকিত খবর