মিটার অটোয় ব্যাপক বিভ্রান্তি ।

মিটার অটোয় ব্যাপক বিভ্রান্তি ।

দৈনিক সংবাদ অনলাইনঃ   মিটার অটোতে যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় নিয়ে বিভ্রান্তির কারণে অটো চালক ও যাত্রীর মধ্যে কোথাও কোথাও বাকবিতণ্ডা দেখা দিচ্ছে । পরিবহণ দপ্তর থেকে মিটার অটোতে চড়তে ভাড়া সহ যে সব নিয়ম চালু করা হয়েছে সেই অনুযায়ী একাংশ মিটার অটো চালক মানতে রাজি হচ্ছে না বলে যাত্রীদের অভিযোগ । পরিবহণ দপ্তর থেকে বলা হয়েছে মিটার অটোতে গেলে প্রথম দুই কিলোমিটার রাস্তার জন্য যাত্রীকে ২০ টাকা দিতে হবে । তারপর প্রতি ১০০ মিটার রাস্তায় জন্য ১ টাকা করে ভাড়া দিতে হবে । মিটার অটোতে শুধু একজন যাত্রী গেলে ভাড়ায় এই নিয়ম কার্যকর হবে । কিন্তু অটো যদি দুইজন যাত্রী নেয় ভাড়া দুই ভাগ হয়ে যাবে । তিনজন যাত্রী নিলে তিন ভাগ হয়ে যাবে ভাড়া । সেই ক্ষেত্রে অটোতে উঠলে প্রথম দুই কিলোমিটার রাস্তার জন্য ২০ টাকার ভাড়া দুই জন যাত্রী বহন করলে দুই ভাগ হয়ে যাবে ভাড়া । এই ক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে প্রথম দুই কিলোমিটারের জন্য ১০ টাকা । তারপর প্রতি ১০০ মিটার রাস্তার জন্য নির্ধারিত ১ টাকার ভাড়াও দুই ভাগ হয়ে যাবে । অটোতে তিন যাত্রী নিলে এই ক্ষেত্রে পুরো ভাড়া তিন যাবে। প্রথম দুই কিলোমিটারের জন্য ২০ টাকার ভাড়া তিন ভাগ হয়ে যাত্রী পিছু ৭টাকা করে পড়বে।  যাত্রীদের অভিযোগ একাংশ অটো চালক দু'জন,  তিনজনই ন যাত্রী নিলেও ভাড়া ভাগ হয়ে যাওয়ার নিয়ম মানতে রাজি নয়। তা নিয়ে অটো চালকদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা হচ্ছে যাত্রীদের অভিযোগ।  পক্ষান্তরে অটো চালকদের বক্তব্য হলো এই ভাবে দুজন,  তিনজন যাত্রী  নিলে ভাড়ায় কোনও ভাগ  করা যাবে না। ভাড়ায় ভাগ করা হলে অটো চালিয়ে তাদের ক্ষতি হবে। কোন লাভই হবেনা বলে অটো চালকরা জানান।এই পরিস্থিতিতে মিটার অটোতে যাত্রী পরিষেবা ও ভাড়া নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে অটো চালক ও যাত্রীদের মধ্যে । এই বিভ্রান্তি দূর করতে পরিবহণ দপ্তরকে অটো চালক ও যাত্রীদের কাছে সুস্পষ্ট ভাবে সব ব্যাখ্যা দিতে হবে বলে সব মহলই মনে করছে । পরিবহণ দপ্তর থেকে পত্রপত্রিকায় মিটার অটোতে একজন গেলে কী নিয়মে কত টাকা ভাড়া পড়বে তা - ই বিজ্ঞাপনে জনস্বার্থে প্রচার করা হচ্ছে । কিন্তু অটোতে দু'জন বা তিনজন যাত্রী নিলে ভাড়া কী নিয়মে , কীভাবে দিতে হবে তার কোনও প্রচার বা বিজ্ঞাপন নেই পরিবহণ দপ্তরের । যাত্রীদের দাবি যেহেতু মিটার অটো আগরতলায় এই প্রথম চালু করা হয়েছে তাতে যাত্রী ও অটো চালকদের অবগতির জন্য ভাড়া সহ সব ধরনের নিয়মকানুন বিস্তারিত জানিয়ে আগরতলার সর্বত্র জায়গায় জায়গায় মাইকিং করে , ফ্লেক্স ব্যানারে বেশি করে পরিবহণ দপ্তরকে প্রচার করতে হবে । কিন্তু এই ধরনের প্রচার এখনও করেনি পরিবহণ দপ্তর । এদিকে অভিযোগ উঠেছে মিটার অটো চালু করার বিষয়ে পরিবহণ দপ্তরের প্রয়োজনীয় পরিকাঠামোর ঘাটতি রয়েছে । এদিকে অটো নিয়ে কেউ গেলে অটো আটকে রাখলে প্রতি মিনিটে একটাকা করে দিতে হবে । রাত ৯ টার পর থেকে ভোর ৫ টা পর্যন্ত দিনের ভাড়া থেকে রাতের ভাড়ায় ২৫ শতাংশ বেশি পড়বে । এদিকে শুক্রবার সব অটোতে দ্রুত মিটার লাগানোর জন্য নাগেরজলা স্ট্যাণ্ডে অটো চালকদের নিয়ে এক আলোচনা সভা করা হয় । বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের উদ্যোগে আয়োজিত এই সভায় পরিবহণ দপ্তরের অফিসাররাও উপস্থিত ছিলেন । বক্তব্য রাখেন পরিবহণ দপ্তরের এমভিআই বিজয় দেববর্মা , মজদুর মনিটরিং সেলের প্রধান ও শ্রমিক নেতা বিপ্লব কর প্রমুখ ।

সম্পরকিত খবর